মিয়ানমারের গরু-মহিষে সয়লাব কক্সবাজার, দেশী খামারিরা দারুণ বিপাকে। 

মিয়ানমার থেকে অবৈধভাবে ও চোরাই পথে আসা গরু-মহিষে সয়লাব হয়ে গেছে কক্সবাজারের চকরিয়াসহ একাধিক উপজেলায়।

অবৈধভাবে আসা এসব গরু-মহিষের অধিকাংশ রাখা হচ্ছে চকরিয়া উপজেলার মানিকপুর, ফাঁসিয়াখালী ও ডুলাহাজারাসহ নানা স্থানে।

রীতিমত মিয়ানমারের পশুর হাঁট বসে গেছে ওই এলাকায়।

ফলে সরকার হারাচ্ছে রাজস্ব এবং দেশীয় গরুর খামারিরা পড়েছেন দারুণ বিপাকে।

দীর্ঘদিন ধরে প্রশাসনের সামনে এসব অবৈধ পশু হাঁট বসলেও অদৃশ্য কারণে চুপসে ছিল সংশ্লিষ্টরা।

দিন দিন বেড়ে যাওয়ায় এসব অবৈধ পশুর হাঁট বন্ধ করতে উপজেলা প্রশাসন ইতোমধ্যে একটি সভাও করেছে।

গত বছর কুরবানির ঈদের আগে থেকে চোরাচালানের মাধ্যমে থাইল্যান্ড ও মিয়ানমার থেকে প্রতিদিন হাজার হাজার গরু-মহিষ দেশে প্রবেশ করেছে।

এসব গবাদি পশু পাচার কাজের সঙ্গে সব রাজনৈতিক দলের নেতারা জড়িত বলে অভিযোগ ওঠেছে।

রাজনৈতিকভাবে তারা একে-অপরের চরম শত্রু হলেও ব্যবসার ক্ষেত্রে তারা মূলত একাট্টা।

বেচা-বিক্রি থেকে প্রশাসন নিয়ন্ত্রণ করার কাজও করছে বেশ কয়েকটি চোরাচালান সিন্ডিকেট।